করোনার লক্ষণ নিয়ে বান্দরবান শহরের মধ্যম পাড়া এলাকায় এক মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে নিজ বাসাতেই তার মৃত্যু হয়। তার নাম চিংহ্লা মং মারমা (৫৫)।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কয়েকদিন থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। সিভিল সার্জন ডাক্তার অংশৈ মারমা জানিয়েছেন যেহেতু তার লক্ষণ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পাঠানো হয়েছে। অন্যদিকে বান্দরবান জেলা প্রশাসনের এক সহকারি কমিশনার, নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক, বান্দরবান জেলা প্রশাসকের একান্ত সহকারী সহ নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে কক্সবাজার ল্যাব থেকে স্বাস্থ্য বিভাগকে এ তথ্য জানানো হয়।
এনিয়ে পার্বত্য জেলা বান্দরবানে করোনায় আক্রান্তের সংখ্যা একশ ছাড়ালো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন।
চস/আজহার