spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

র‌্যাবের গুলিতে চট্টগ্রামে মাদক কারবারি নিহত

চট্টগ্রাম নগরে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের পর অজ্ঞাত এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন, একটি এলজি ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোররাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় অস্ত্রধারী মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালালে অস্ত্রধারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী এক মাদক কারবারির লাশ পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে ঘটনাস্থল তল্লাশি করে এক লাখ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ম্যগজিন, একটি এলজি এবং ৬ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss