spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু করোনায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. ললিত কুমার দত্ত মারা যান।

ডা. ললিত কুমার দত্ত নগরের দক্ষিণ নালাপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি জেনারেল হাসপাতালের ইএনটি স্পেশালিস্ট ডা. রতন বিকাশের শ্বশুর।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জামাল বলেন, করোনায় আক্রান্ত ডা. ললিত কুমার দত্তকে গত ২০ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে করোনা ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। রোববার রাত পৌনে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ৩ জুন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. এহসান, ৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মুহিদুল হাসান এবং ১৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান।

ডা. ললিত কুমার দত্তকে নিয়ে সারা দেশে করোনায় এখন পর্যন্ত ৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন চিকিৎসক।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss