spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুবলীগ নেতা মোসাদ্দেক হত্যার প্রধান আসামী সোহেল বন্দুকযুদ্ধে নিহত

জেলার সাতকানিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা মোসাদ্দেকুর রহমান হত্যা মামলার প্রধান আসামী মাদক সম্রাট মো. সোহেল বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটায় উপজেলার রূপকানিয়া ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়ার গাজীর পাড়া কুতুবুর দীঘির পাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে সাতকানিয়া থানার ৫ পুলিশ আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল মাদকসেবীদের আস্তানা থেকে বিভিন্ন অস্ত্র, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে।

সাতাকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার আসরের নামাজের পরে মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালসহ মাদক নির্মূল কমিটির আরও কয়েকজন মিলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ইয়াবা ডন সোহেলের কর্মকাণ্ডেরর প্রতিবাদ করেন। এসময় দুপক্ষের মধ্যে কথা কাটাকিাটি হয়। একপর্যায়ে সোহেল অতর্কিতভাবে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়া পথে মোসাদ্দেক মারা যান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss