নগরীর বাকলিয়া থানায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ট্রাক ড্রাইভারকে আটক করা হয়েছে। র্যাবের দাবি, আটক ট্রাক ড্রাইভার একজন মাদক ব্যবসায়ী।
আটক মো. নুরুল আফসার (২৭) চকরিয়া থানার ফাসিয়াখালীর নতুন পাহাড় গ্রামের মো. বাহাদুর আলমের ছেলে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাকলিয়া থানার রাজবাড়ি কনেভনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন: চট্টগ্রামে আরও ২৯৭ জনের করোনা শনাক্ত
র্যাব-৭’র মিডিয়া অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার রাজবাড়ি কনেভনশন সেন্টারের সামনে একটি ট্রাককে সিগন্যাল দেয়া হয় থামার জন্য। এসময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাকটি ও জব্দ করা হয়।‘
তিনি আরো বলেন, ‘ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছিল আফসার। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ’
চস/স