spot_img

৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাঁশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শের আলী (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত শের আলী জলদস্যু। তার বিরুদ্ধে বাঁশখালী, বন্দর, কক্সবাজার কুতুবদিয়া থানায় ডাকাতি, হত্যসহ ১২টি মামলা রয়েছে। নিহত শের দক্ষিণ সরল হাজিরখীল এলাকার মৃত হোসেন আহমদের ছেলে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়ন জলকদর খালে ব্রিজের পাশে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়ার সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়ন জলকদর খালে ব্রিজের পাশে র্যাবের টহল দলের সঙ্গে স্থানীয় জলদস্যু শের আলীর গ্রুপের বন্দুকযুদ্ধ হয়।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২ মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি একনালা বন্দুক ও ১৩ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, নিহত জলদস্যু শের আলীর বিরুদ্ধে বাঁশখালী থানায় হত্যা ডাকাতিসহ সাতটি ও অন্যান্য থানাসহ সব মিলিয়ে প্রায় ১২টি মামলা রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss