পটিয়ায় র্যাাবের হাতে আটক হয়েছেন এক অস্ত্র ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে নয়টার দিকে র্যাব-৭ এর একটি আভিযানিক দল পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের নাম মো. মামুনুল কাদের (৪২)। তিনি হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানায় গ্রামের মোবারক আলী সওদাগর বাড়ির মৃত এসএম সোলাইমানের ছেলে। এ সময় তার কাছ হতে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে বলে জানায়।
আরো পড়ুন: মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার
আটক আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চস/স