চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজারের নিকটবর্তী নতুন কাকারা রাস্তার মাথায় কক্সবাজারগামী কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকলে আরোহী নিহত ও একজন আহত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান।
আরো পড়ুন: নগরীর আমতল এলাকায় অগ্নিকান্ড
নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের পুত্র আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র মোহাম্মদ তারেক (২২)।
এছাড়াও একই ইউনিয়নের আব্দুল হাকিমের পুত্র তানজিলুর রহমান (১৯) গুরুতর আহত হয়েছে।
চস/স