spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নগরীতে নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রি করায় জরিমানা

নিম্নমানের মেডিক্যাল সামগ্রী বিক্রি বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নগরের প্রবর্তক মোড় ও আন্দরকিল্লায় এ অভিযান চালানো হয়।

এসময় প্রবর্তক মোড়ে রওশন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এবং ওষুধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান অভিযানে নেতৃত্ব দেন।

আরো পড়ুন: করোনা: একদিনে আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭০৫

ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, করোনার সময় প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় অসাধু ব্যাবসায়ীরা নিম্নমানের মেডিক্যাল সরঞ্জাম বিক্রি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। নিম্নমানের সরঞ্জাম ব্যবহারে রোগীদের মধ্যে ভুল বার্তা যাওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

যারা নিম্নমানের সামগ্রী বিক্রি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss