spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে চবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) শহীদ মিনার চত্বরে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে সংহতি জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ, পিসিপি (জেএসএস) ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণ বেড়েই চলেছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কোভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে ধর্ষণের এই মহামারির কারণ হলো ক্ষমতা, ক্ষমতার এই কালো হাত ভেঙে দিতে হবে।’

রফিকউজ্জামান ধ্রুবর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের বীর বাহাদুর, নাট্যকলা বিভাগের শিঞ্জিনি স্নিগ্ধা, ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুসহ আরো অনেকে। এছাড়া এই সমাবেশে সংহতি জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন মাইদুল ইসলাম।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss