spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় ২৪ ঘন্টায় আরো ১৩ মৃত্যু, শনাক্ত ৪৩৮

করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ৮ হাজার ১৬২ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৩৮ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ১৪৭টি। আর দেশের মোট ২০৬ ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৮৫টি। এর মধ্যে ৪৩৮ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৯২ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.৫৩ শতাংশ।

আরো পড়ুন: চট্টগ্রামে আরও ৮০ জনের দেহে করোনা শনাক্ত

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ২ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫২ শতাংশ।

এছাড়া আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৫৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৭০ শতাংশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss