spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রামেকে আরও ১২ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

বুধবার (৩০ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭ জন ও নারী ৫ জন রয়েছেন। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোর একজন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ২০১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৬৪৩টি নমুনায় ২৪৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ০৬ শতাংশ।

উল্লেখ্য, চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হলো। এর আগে গত ২৯ জুন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss