আগের ম্যাচে শূন্য রান করা মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে ফিরেছিলেন মোসাদ্দেক হোসেন। দলের প্রয়োজনে তিনিও হয়েছেন ব্যর্থ। ব্যক্তিগত ১০ রান করে লাকশান সান্দাকানের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
এর আগে ৬ বলে ৩ চারে ১৫ রান করে চামিরার বলে আউট হয়েছেন তামিম। এরপর ব্যাটিংয়ে এসে ৩ বল খেলে ০ রানে সাজঘরে ফেরত গেছেন সাকিব আল হাসান। দলীয় ৪৯ রানে লিটন দাসের বিদায়ে টাইগাররা পড়ে যায় খাদের কিনারায়। ৪২ বলে ২৫ রান করে সান্দাকানের বলে আউট হয়েছিলেন লিটন।
এতে করে ঘুরে ফিরে রিয়াদ মুশফিকের উপর ভর করতে হচ্ছে বাংলাদেশ দলের। দলের দুই সিনিয়র ব্যর্থ হলেও এই দুই সিনিয়রের হাল ধরা ছাড়া কোনো উপায় নেই আর। এই দুই ক্রিকেটার কত ম্যাচ জিতিয়েছেন সেটা সকলেই জানেন। আরও একবার সেই ভূমিকায় দেখতে চাওয়াটা দোষের কিছু নয়। এখন দেখার পালা কার্যত কি হয়!
এই রিপোর্টটি লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২১ ওভার ৩ বলে ৯৭ রান।
চস/আজহার