spot_img

১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’। আগামী কয়েক ঘণ্টায় এটি আরও শক্তি সঞ্চয় করবে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। একটু আগে বৃষ্টি শুরু হয়েছে ঢাকার মিরপুরে। এতে আপাতত বন্ধ হয়ে গেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচ।

আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছে, ২৫ মে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে যে বাংলা-লঙ্কা সিরিজে প্রভাব পড়বে, সেটিও জানা ছিল। শঙ্কা মাথায় নিয়েই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে মাঠে গড়ায় ম্যাচ।

তবে বৃষ্টি বাধার মুখে আপাতত বন্ধ হয়ে গেছে খেলা। আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ইনিংসের যখন ৪১ ওভারের খেলা শেষ হয়, তখন শুরু হয় বৃষ্টি। এতে বাধ্য হয়ে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ম্যাচ অফিশিয়ালরা।

বৃষ্টির আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২১৩ রান। মুশফিকুর রহিম ৯৬ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৮ রানে অপরাজিত আছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss