spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রাইজমানি পাবে বাংলাদেশ!

চ্যাম্পিয়ন, রানার্স-আপ থেকে শুরু করে অংশ নেওয়া ৯ দলের জন্যই থাকছে প্রাইজমানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ৩ দিন আগে মোট ৩৮ লাখ ডলারের প্রাইজমানির কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।

১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে প্রথম আসরের ফাইনালে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। সঙ্গে ট্রফি তো থাকছেই।

রানার্স-আপ দলের জন্য প্রাইজমানি ৮ লাখ। তবে ম্যাচ ড্র হলে মোট ২৪ লাখ ডলার দুই দল ভাগাভাগি করে নেবে।

এই আসরে তৃতীয় হওয়া অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ডলার। চতুর্থ হওয়া ইংল্যান্ডের জন্য থাকছে সাড়ে তিন লাখ ডলার। পঞ্চম পাকিস্তান পাবে ২ লাখ ডলার।

ছয় থেকে নয় হওয়া চার দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সমান ১ লাখ ডলার করে পাবে আইসিসির কাছ থেকে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss