spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শেষ প্রস্তুতি ম্যাচেও একাদশে নেই রিয়াদ, বোলিয়েং বাংলাদেশ

প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ লড়েও বাংলাদেশ হেরেছিল শ্রীলঙ্কার কাছে। সেই হারের একদিন পরই আবার মাঠে নামছে বাংলাদেশ। আজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আবুধাবিতে একটু পরেই মাঠে নামছে দল।

নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ আইরিশদের বিপক্ষে প্রথমে বোলিং করবে বাংলাদেশ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে আধিপত্য বিস্তার করেও ৪ উইকেটে হারে দল। এর আগে ওমান এ দলের বিপক্ষে অবশ্য প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছিল লিটন দাসের দল।

লিটন দাসের কাঁধে আজও পড়েছে নেতৃত্বের দায়িত্ব। কারণ চোট কাটিয়ে আজও ফিরতে পারেননি নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের ম্যাচে দলের একাদশে না থাকা রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছেন আজ। যদিও বিশ্বকাপ স্কোয়াডে রুবেল আছেন স্ট্যান্ডবাই হয়েই।

এই ম্যাচগুলো আইসিসি টিভি প্রোডাকশনের আওতায় আনেনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মতো আজও খেলাটি দেখা যাবে না টিভি পর্দায়।

একনজরে বাংলাদেশ দলের একাদশ
বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss