মাউন্ট মঙ্গানুইয়ে ব্যর্থ নিউজিল্যান্ড জেগে উঠেছে ক্রাইস্টচার্চে। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে বোলিংয়ে খরা দেখা দিয়েছে মুমিনুল বাহিনীর।
টম ল্যাথামের ১৮৬ ও ডেভন কনওয়ের ৯৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৩৪৯ রানে প্রথম দিন পার করেছে স্বাগতিকরা।
ক্রাইস্টচার্চে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমেই বাজিমাত করে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের দুই ইনিংসে ব্যর্থ টম ল্যাথাম আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন। কিউই অধিনায়ক ১৩৩ বলে ১৭ বাউন্ডারির সাহায্যে তিন অংক স্পর্শ করেন। উইল ইয়ংয়ের সঙ্গে তার ওপেনিং জুটি ১৪৮ রানের। ১১৪ বলে ৫ চারে ৫৪ রান করে শরিফুল ইসলামের শিকার হয়েছেন উইল ইয়ং।
ইয়ং ফেরার পর ব্যাট করতে নামা কনওয়েকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক ল্যাথাম। দারুণ ব্যাটিংয়ে গড়েন ২০০ রানের জুটি। প্রথম দিন শেষে ২৭৮ বল খেলে ল্যাথাম অপরাজিত ১৮৬ রান নিয়ে। অপরদিকে মাত্র শতক পূর্ণ হতে মাত্র ১ রান বাকি কনওয়ের। ১৪৮ বল খেলে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি।
চস/আজহার