spot_img

৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম টেস্টে ৫ম দিনের রোমাঞ্চের অপেক্ষা

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচে চট্টগ্রামে আজ ৫ম দিন শেষে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ২৯ রানে পিছিয়ে আছে সফরকারী শ্রীলংকা। দুই উইকেট হারিয়ে লংকানদের সংগ্রহ ৩৯।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা দলটির অভিজ্ঞ ব্যাটার এঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩৯৭ রানের সংগ্রহ গড়ে। ম্যাথুজ ১ রানের জন্য দ্বিশতক বঞ্চিত হন। কুশাল মেন্ডিস ৫৪ ও দিনেশ চান্দিমাল ৬৬ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট শিকার করেন নাইম হাসান, সাকিব ৩ ও তাইজুল ১ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৬২ রান সংগ্রহের পর ব্যক্তিগত ৫৮ রানে জয় ফিরলেও টেস্ট ক্যারিয়ারের ১০তম সেঞ্চুরী করেন তামিম ইকবাল। অধিনায়ক মুমিনুল ব্যর্থতার পরিচয় দিয়ে ২ রানে ফেরেন। এর আগে শান্ত ফেরেন ১ রানে। তামিম ব্যক্তিগত ১৩৩ রানের সময়ে হাতের ব্যথায় রিটায়ার্ট হার্ট হলে মুশফিক ও লিটন জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। দুজনে ৫ম উইকেটে ১৬৫ রানের জুটি গড়েন। লিটন ও মুশফিক শতকের দিকে এগিয়ে গেলেও ব্যক্তিগত ৮৮ রান করে ফেরেন লিটন দাশ। এই সময়ে ব্যক্তিগত ৬৮ রান পূর্ণ করে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিকুর রহিম। দূর্দান্ত এই রেকর্ড গড়েই থামেননি মুশফিক। ২৭০ বলে আদায় করেছেন টেস্ট ক্রিকেটের ৮ম সেঞ্চুরী।

সাকিব ২৫ ও মুশফিক ১০৫ রানে ফেরার পর তাইজুলের ২০ রানে চড়ে ৯ উইকেট হারিয়ে ৪৬৫ রান সংগ্রহের পর শরিফুল আঘাতপ্রাপ্ত হলে ৬৮ রানের লিড নিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। শ্রীলংকার হয়ে ৪ উইকেট শিকার করেন কাসুন রাজিথা। ৩ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো।

৬৮ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে আজ ৪র্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ওসাদা ফার্নান্দো ১৯ রান ও নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা এম্বালদেনিয়া ২ রান করে ফেরেন। বাংলাদেশের হয়ে ১ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

আগামীকাল ৫ম দিনে ৮ উইকেট হাতে রেখে ২৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে শ্রীলংকা। ৫ম দিনে দ্রæত লংকানদের অবশিষ্ট ৮ উইকেট তুলে নিয়ে জয়ের ভাবনায় বাংলাদেশ। অপরদিকে পিছিয়ে থাকা লংকানরা ম্যাচ বাঁচানোর জন্য প্রাণপণে লড়বে। জয়ের ভাবনায় থাকা বাংলাদেশের তিন স্পিনার সাকিব, তাইজুল, নাইমকে সামলে লংকানরা কতদুর এগুতে পারে, দৃষ্টি এখন সেদিকেই।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss