spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টাইগারদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে টস করতে নেমে হারতে হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

দুইটি পরিবর্তন নিয়ে আজ শনিবার মাঠে নামছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বদলি হিসেবে খেলবেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।আর হাসান মাহমুদের বদলে ফিরেছেন তাসকিন আহমেদ।

আফগানিস্তানের বিপক্ষে বড় জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও বিশ্বকাপে বাংলাদেশের পরের গল্প শুধুই হতাশার। টানা হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি টাইগাররা। আজ তুলনামূলক কম শক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে তাই খুব করে জয় চাইছে সাকিব আল হাসানের দল।

অন্যদিকে, বিশ্বকাপটা খুব একটা ভালো যাচ্ছে না নেদারল্যান্ডসেরও। সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখেছে দেখেছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। যদিও জয় পেয়েছে এবারের আসরের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই বাংলাদেশের কাজও খুব একটা সহজ হবে না।

নেদারল্যান্ডস: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss