spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট একাদশে জায়গা পেলেন যারা

বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যস্ততম বছর ছিল ২০২৪ সাল। ওই সময়ে ছেলে-মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটের দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওমেন্স ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ব্যস্ত সূচিও। বিভিন্ন ফরম্যাটে সেরা পারফরমারদের নিয়ে আইসিসি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। এখন পর্যন্ত প্রকাশ্যে এসেছে ছেলেদের ওয়ানডে-টেস্ট এবং নারী ক্রিকেটের বর্ষসেরা ওয়ানডে একাদশ।

আজ (শুক্রবার) পৃথক বিবৃতিতে তিনটি বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে একাদশে শ্রীলঙ্কা ও পাকিস্তান এবং বর্ষসেরা টেস্ট একাদশে ভারত ও ইংল্যান্ড দাপট দেখাচ্ছে। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার রয়েছে ইংল্যান্ডের। ঘোষিত তিনটি একাদশেই জায়গা মেলেনি বাংলাদেশের কারও।

২০২৪ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি ম্যাচ খেলেনি। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে এই দুই ফরম্যাটে ব্যাট-বলে এগিয়ে সহযোগী দেশের ক্রিকেটাররা। তবে পূর্ণ সদস্য দেশগুলোও কিছু দ্বিপাক্ষিক সিরিজে ওয়ানডেতে অংশ নিয়েছিল। বছরের সেরা ওয়ানডে একাদশে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার রয়েছে পূর্ণ সদস্য দেশের মধ্যে ফরম্যাটটিতে সর্বোচ্চ ১৮টি ম্যাচ খেলা শ্রীলঙ্কার। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের ৩ এবং ওয়েস্ট ইন্ডিজের ১ জন ক্রিকেটার আছেন একাদশে।

ওই বছর ওয়ানডেতে ব্যাটিংয়ে আধিপত্য ছিল কুশল মেন্ডিসসহ শ্রীলঙ্কান ক্রিকেটারদের। ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ রানসংগ্রহে প্রথম তিনজনই লঙ্কান। আর বোলিংয়ে সমান (২৬) উইকেট শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কানাডার ডিলন হেইলিগারের।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে একাদশ : সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গাজানফার।
বিজ্ঞাপন

গত বছর টেস্টে ব্যাট হাতে সর্বোচ্চ রানসংগ্রাহক ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা জো রুট। ফরম্যাটটিতে তিনি স্বপ্নের মতো সময় কাটিয়েছেন। যেখানে তার সঙ্গে দারুণ লড়াই হয়েছে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের। বল হাতে উইকেট ও ইকোনমির দিক থেকে টেস্টে ধরাছোঁয়ার বাইরে ছিলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। ছেলেদের বর্ষসেরা টেস্ট একাদশে ইংল্যান্ডের ৪, ভারতের ৩, নিউজিল্যান্ডের ২ এবং অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ১ জন করে জায়গা পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট একাদশ : যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহ।

আইসিসি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে গত বছর নারী দলগুলো ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছে। সেখানে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে ওয়ানডের বর্ষসেরা নারী একাদশে ইংল্যান্ডের ৩, ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ২ জন করে এবং শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ : স্মৃতি মান্দানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজেন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, সোফি এক্লেস্টন ও ক্যাট ক্রস।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss