spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

শ্রীলঙ্কা অলআউট ৪৮৫ রানে, ১০ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল টেস্টের প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কাকে ৪৮৫ রানে অলআউট করে এই লিড আদায় করে নিয়েছে টাইগাররা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের মতো শ্রীলঙ্কারও প্রথম ইনিংসের শেষ দিকের উইকেটগুলোর দ্রুত পতন হয়েছে। শেষ ১০৮ রান তুলতে ৬ উইকেট হারাতে হয় লঙ্কানদের।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বল হাতে শেষ দিকে দুর্দান্ত পারফর্ম করেন নাঈম হাসান। ১২১ রানে ৫ উইকেট শিকার করেন ডানহাতি টাইগার স্পিনার। ৩ উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ।

স্বাগতিককে অলআউট করে ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন খেলার সময় বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারের খেলা কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। সাদমান ইসলাম ১০ আর এনামুল হক বিজয় ২ রানে অপরাজিত।

আজ শুক্রবার ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। উইকেটে আসেন গতকালের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

দিনের শুরুতেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে আউট করেন নাঈম হাসান। দিনের তৃতীয় ওভারের শেষ বলে ধনাঞ্জয়াকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান ডানহাতি টাইগার স্পিনার।

৩৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া। ডাউন লেগের বল লঙ্কান অধিনায়কের ব্যাট হালকাভাবে ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা হয়। দলীয় ৩৭৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

স্বাগতিকদের স্কোরবোর্ডে ৯ রান যোগ হতেই আবার আঘাত হানেন হাসান মাহমুদ। দিনের অষ্টম ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। ১৭ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার।

দলীয় ৩৮৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরই সপ্তম উইকেটে মিলান আর কামিন্দু মিলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জু্টি করে ব্যাবধান অনেকটা কমিয়ে আনেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss