spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে পাশের হার ৯১.১২ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৯১.১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য জানান।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি।

ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ যা গত বছরের তুলনায় ৫.২১ শতাংশ বেশি এবং ছাত্রী পাসের হার ৯১.৯৯ শতাংশ যা গত বৎসরের তুলনায় ৭.৩৯ শতাংশ বেশি। এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ৭৯১ জন যা গত বৎসরের তুলনায় ৩ হাজার ৭৮৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন যা গত বৎসরের তুলনায় ১ হাজার ১৩৭ জন বেশি এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন যা গত বৎসরের তুলনায় ২ হাজার ৬৪৬ জন বেশি।

এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭.৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২.০০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩৪৪ জন।

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫.২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১.০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২.১৯ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৯০.৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮৬.৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪.১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০.৮৫ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss