আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে । আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় সোমবার (৩১ জুলাই) এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার (৩১ জুলাই) সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, সভায় আগামী ১০ আগস্ট থেকে ভর্তির আবেদন অনলাইনে শুরুর সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া আগামী ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে অফিস নীতিমালা জারি হবে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়।
গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাস করে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।
চস/স


