spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

খুলনা সিটি নির্বাচন: ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ জুন) দুপুর থেকে নগরীর বিভিন্ন সড়কে বিজিবি সদস্যরা টহল দিতে শুরু করেছেন।

খুলনা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফিন বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ১১ প্লাটুনে মোট ২২০ জন সদস্য রয়েছেন। তারা ৪ দিন দায়িত্ব পালন করবেন।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ থাকবে। পুলিশ, এপিবিএন ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে প্রতি সাধারণ ওয়ার্ডে একটি করে মোবাইল ফোর্স, তিনটি সাধারণ ওয়ার্ডে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও প্রতি থানায় একটি করে রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। এছাড়া, র‌্যাবের টিম ও বিজিবি নিয়োজিত থাকবে।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘এবারের নির্বাচনে ভোটকেন্দ্রসহ নগরীর সার্বিক নিরাপত্তায় বিজিবি, পুলিশ, আনসার, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৭৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss