spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আগস্টের শুরুতে ‘আগুন’র যাত্রা

শাকিব খান-নবাগত জাহারা মিতু’কে নিয়ে নির্মাতা বদিউল আলম খোকন নির্মাণ করতে যাচ্ছেন ‘আগুন’ নামের সিনেমা। এর মাধ্যমে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আগুন’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সিনেমাটির নায়ক-নায়িকা, পরিচালক ও কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু’সহ অনেকে।

মহরতে শাকিব খান ওবায়দুল কাদেরের প্রশংসা করে বলেন, ‘তিনি চমৎকার একজন মানুষ। দারুণ কথা বলেন। আমি তার ভক্ত। তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এজন্য ওনার প্রতি কৃতজ্ঞতা। আর বদিউল আলম খোকনের পরিচালনায় আমার বেশকিছু সিনেমা দারুণ ব্যবসাসফল হয়েছে। আশা রাখি, এবারও এর ব্যতিক্রম হবে না।

মহরতে উচ্ছ্বসিত নায়িকা জাহারা মিতু বলেন, ‘শাকিব খানের সঙ্গে কাজ করতে যাচ্ছি, এটা সত্যি আমার জন্য অনেক আনন্দের। আর খোকন ভাই-শাকিব ভাই আমার প্রতি যে আস্থা রেখেছেন, কাজ দিয়ে সেটা প্রমাণের চেষ্টা করবো।’

শাকিব খান ও জাহারা মিতু ছাড়াও ‘আগুন’-এ আরও অভিনয় করবেন- মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ। সিনেমাটির গল্প লিখছেন কমল সরকার। প্রযোজনায় দেশ মাল্টিমিডিয়া।

বদিউল আলম খোকন জানান, আসছে শুক্রবার ( ২ আগস্ট) থেকে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশের পাশাপাশি চীনেও হবে এর শুটিং।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss