spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা মুক্ত হয়ে বাসায় ফিরলেন ফারুক-হাকিম

চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম চিকিৎসায় করোনা মুক্ত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে বাসায় ফিরেছেন ফারুক। অন্যদিকে আজ সকাল সকাল ১১টায় বাসায় ফিরেছেন আজিজুল হাকিম। তাদের পরিবার সূত্রে এমনটাই জানা গেছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ নভেম্বর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। টানা নয়দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন তিনি। জানা গেছে, ফারুক পুরোপুরি সুস্থ আছেন। তবে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ফারুক করোনা মুক্ত হলেও বাসায় আইসোলেশনে আছেন তার মেয়ে তাবাসসুম তুলসি। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলেও জানা গেছে।

আরো পড়ুন: আবুল হাসানের কবিতায় প্রেম-বিদ্রোহ ও জীবনবোধ

অন্যদিকে, স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন আজিজুল হাকিম। ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয় আজিজুল হাকিমকে। চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি।

৬১ বছর বয়সী এ অভিনেতা হাসপাতালে চিকিৎসা নিয়েও তার স্ত্রী ও সন্তান বাসায় আইসোলেশনে ছিলেন। নতুন করে করোনা পরীক্ষা করালে নেগেটিভ রিপোর্ট আসে তাদের।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss