spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবছরেই মুক্তি পাবে কেজিএফ চ্যাপ্টার টু!

ব্লকবাস্টার ‘কেজিএফ’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র শুট প্রায় শেষ। আর মাত্র এক সিক্যুয়েন্সের শুট হলেই সব শিডিউলের কাজ শেষ হবে। আশা করা হচ্ছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শেষ শিডিউলের শুট হবে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকম এ খবর জানিয়েছে। করোনা মহামারির কারণে এ সিনেমার শুট বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত অক্টোবর থেকে ইয়াশ ও তাঁর টিম শুট শুরু করেন।

ইয়াশের একটি ঘনিষ্ঠ সূত্র পোর্টালটিকে জানিয়েছে, শেষ শিডিউল নতুন বছরে করার পরিকল্পনা ছিল। লকডাউন যেহেতু এখন আর নেই, তাই শেষ শিডিউল টানা করে শেষ করতে চান কন্নড় সুপারস্টার ইয়াশ ও তাঁর টিম। সূত্রটি আরো জানায়, শুটিংয়ে সমস্ত প্রোটোকল মেনে চলা হবে। এ বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss