spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘মা তুমি স্বর্গের টুকরার অংশ’

মায়ের প্রতি ভালোবাসা শাশ্বত-চিরন্তন। দুনিয়ায় মা শব্দের চেয়ে অতি আপন শব্দ আর নেই। আজ বিশ্ব মা দিবস। প্রতি বছরই ক্যালেন্ডার ধরে দিবসটি আসে, চলেও যায়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়। কিন্তু গত বছর এবং এই বছর করোনার কারণে বিশেষ এই দিনটিকে ঘিরে কোনো আয়োজনই করা যাচ্ছে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তারকা পোস্ট করেছেন মায়েদের ছবি। অনেকেই আবার শেয়ার করেছেন মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি।

অপুর্ব লিখেছেন, ‘আমার জান্নাত তোমার মায়ের পায়ের নীচে। শুভ মা দিবস।

ছোটবেলার একটি ছবি দিয়ে শবনম ফারিয়া লিখেছেন, মা দিবসে সমস্ত মাকে শুভেচ্ছা! মা তুমি স্বর্গের টুকরার অংশ। দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

সংগীতশিল্পী আখি আলমগীর লিখেছেন,

মা মানেই অন্যরকম নিশ্চিন্ততা
মা মানেই শক্তি
মা মানেই মাথায় হাত বুলিয়ে সাহস দেয়া
মা মানেই আশ্রয়
মা মানেই অবাধ অধিকার
মা মানেই “সন্তান সবার আগে”
মা মানেই গান, কবিতা
মা মানেই সেরা রাঁধুনি
মা মানেই “সব শাড়ী আমার”
মা মানেই সুন্দর একটা মানুষ ……
শুভ বিশ্ব মা দিবস আমার এবং পৃথিবীর সব মা কে শুভেচ্ছা।

ইমরান মাহমুদুল লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি মা। পৃথিবীর সকল মা ভালো থাকুক। সকল মা দের জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা।’

সোনিয়া সুলতানা লিজা লিখেছেন, আমার আম্মু নার্গিস সুলতানা। চিন্তা কইরো না তোমার মাথা নষ্ট করতে আমি একাই একশো। শুভ মা দিবস। পৃথিবীর সকল মায়ের জন্য ভালবাসা।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss