spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাঁধনের প্রশংসায় পঞ্চমুখ সৃজিত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রশংসায় মজেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

আর সেখানেই ‘মুশকান জুবেরী’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বাঁধন।

ফেসবুকে বাঁধনের অভিনয়ে প্রশংসা করেছেন পরিচালক সৃজিত। পাশাপাশি তিনি অভিনেত্রীকে নিয়ে কাজ করতে পেরে গর্বিতও বলে জানিয়েছেন।

ফেসবুকে বাঁধনের সঙ্গে শুটিং এর সময় তোলা একটি ছবি শেয়ার করেছেন সৃজিত লিখেছেন, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ হলো অবশেষে। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন। প্রতিকুল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।

আরো পড়ুন: সোলসের ড্রামার সুব্রত বড়ুয়া আর নেই

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র শুটিং হয়েছে সিকিমের জিরো পয়েন্টে ও পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর এলাকায়। সিরিজটি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচার হবে।

এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত; থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেকেই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss