spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নয়নতারার বদলে শাহরুখের বিপরীতে সামান্থা

প্রায় আড়াই বছরেরও বেশি সময় বড়পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে।  কিছুদিন আগেই একটি স্পাই থ্রিলারের শুট করছিলেন তিনি। ছবির নাম ‘পাঠান’।

অনেকেই মনে করছেন এটাই শাহরুখের ফিল্মি ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের সূচনা। কিন্তু এরই পাশাপাশি দক্ষিনের পরিচালক অ্যাটলির ছবি ‘লায়ন’-এর শুট শুরু করেন কিং খান। শাহরুখের সঙ্গে এই ছবিতে অভিনয় করার কথা দক্ষিনের অভিনেত্রী নয়নতারার।

নয়নতারার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে বলিউডের এই সময়ের জনপ্রিয় মুখ সানিয়া মালহোত্রাকে। অ্যাটলির এই ছবি হতে চলেছে পুরোদস্তুর বানিজ্যিক ছবি। তবে এবার এই ছবি থেকে সরে দাঁড়ালেন নয়নতারা। শাহরুখের শুটিং ক্যানসেল করার পরই শুরু বিপত্তি। যদিও শাহরুখ ছাড়া বাকি অভিনেতাদের শুট চলছে।

এই ছবির জন্য অক্টোবর এবং নভেম্বর মাসের নির্দিষ্ট কয়েকটি দিন রেখেছিলেন নয়নতারা। কিন্তু শাহরুখ শুটিং পিছিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন তিনি। বাকি দিনে তার অন্যান্য কাজ থাকার কারণে বাধ্য হয়েই নাকি এই ছবি থেকে সরে দাঁড়ালেন নয়নতারা।

শোনা যাচ্ছে নয়নতারার পরিবর্তে সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে শাহরুখের বিপরীতে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি সামান্থা বা ছবির পরিচালক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss