spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্বামীকে আরও একবার জেলে পাঠালেন পুনম পাণ্ডে

প্রথমে মডেলিং, তারপর সিনেমায় অভিষেক। তেলেগু সিনেমায় নজর কাড়ার পর বলিউডেও পা রাখেন পুনম পাণ্ডে। যত বেশি জনপ্রিয় হয়েছেন ততই পড়েছেন বিতর্কে। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছেন খবরের শিরোনাম।

এবারও হলো তাই। বলিউডের এই নায়িকা তার স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে ফের মারধরের অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে স্যামকে গ্রেফতারও করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) রাতে ভারতের মুম্বাই পুলিশ জানিয়েছে, পুনমের অভিযোগের ভিত্তিতে রোববার (৭ নভেম্বর) স্যামকে গ্রেফতার করা হয়।

স্বামী বিরুদ্ধে পুনম পাণ্ডের এটাই নতুন অভিযোগ নয়। এর আগে গত বছর বিয়ের ঠিক ২১ দিনের মাথায় অভিযোগ তুলেছিলেন তিনি।

ওই বছরের সেপ্টেম্বরে গোয়ায় হানিমুনে ছিলেন এই দম্পতি। সেখানে থানায় এফআইআর দায়ের করেন পুনম। সেবারও স্যামকে যেতে হয়েছিল কারাগারে।

তখন পুনম বলছিলেন, সেদিন স্যামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারতে থাকে স্যাম। এমনকি গলা টিপে ধরে। চুল ধরে টেনেহিঁচড়ে নির্যাতন চালায়।

সেই অভিযোগের পর কয়েকদিনের মধ্যে মনোমালিন্য ভুলে আবারও এক হয়েছিলেন পুনম-স্যাম। কিন্তু ফের নির্যাতনের অভিযোগ তুলে এবারও স্বামীকে জেলে পাঠালেন এই নায়িকা। বর্তমানে পুনম হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইম

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss