spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পাচ্ছেন ‘গাল্লিবয়’ রানা

কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম ‘গাল্লিবয়’ নামের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব। তারপর থেকে ‘গাল্লিবয়’ রানা ইন্টারনেট জুড়ে ভাইরাল। খবরের শিরোনাম হয়েছে বিবিসি থেকে আল জাজিরার।

এবার সেই রানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার পাচ্ছেন অত্যাধুনিক ক্যামেরা। এর পাশাপাশি রানার পড়াশোনার খরচও বহন করবে সরকার। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত দেশের সর্ববৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’ অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিকে রানা-তবীব জুটির ‘গাল্লিবয়’ সাড়া ফেলার পর তারা ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’ শিরোনামের আরও দুইটি গান প্রকাশ করে। সেগুলোও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশেষ এসেছে তাদের নতুন গান ‘হিপহপ পুলিশ’।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss