spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নরেন্দ্র মোদিকে নিয়ে রামচরণের স্ত্রীর আবেগঘন পোস্ট

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি শোবিজ তারকাদের সঙ্গে বেশ সখ্যতা তৈরি হয়েছে। তারকাদের খোঁজখবর রাখছেন তিনি।

সম্প্রতি মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মদিন উপলক্ষে বলিউড তারকাদের সঙ্গে একটি প্রোগ্রামের আয়োজন করেন মোদি। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের নামিদামি তারকারা।

ইন্টারনেটজুড়ে ভাইরাল হয়েছে তারকাদের সঙ্গে মোদির অনেক মুহূর্ত৷

কিন্তু এসব কিছুতে মোটেই খুশি হতে পারলেন না দক্ষিণের অভিনেতা রামচরণের স্ত্রী উপসনা কামনেনি।

এক টুইটার বার্তায় অভিমান প্রকাশ করলেন দেশের প্রধানমন্ত্রীর ওপর।

কামনেনি টুইটবার্তায় জানান, ‘প্রিয় মোদিজি, আমরা ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা। আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা আনন্দিত।

কিন্তু সম্প্রতি আপনি যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলেন তাতে শুধু হিন্দি ভাষা ও বলিউড ইন্ডাস্ট্রির তারকারাই আমন্ত্রণ পেয়েছেন। সেখানে দক্ষিণের প্রতিনিধিত্ব করে এমন কোনো তারকা ছিল না। তামিল ইন্ডাস্ট্রির প্রতি এমন অবহেলা কষ্টদায়ক।’

রামচরণের স্ত্রীর এমন অভিমানকে যুক্তিসঙ্গতই ভাবছেন নেটিজেনরা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss