মার্কিন মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনার গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বিতীয় সন্তানের মা হওয়ার সুখবর নিজেই জানিয়েছেন।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন কাইলি জেনার, যেখানে নবজাতকের আদুরে হাত স্পর্শ করে আছেন কাইলি। ক্যাপশনে নীলরঙা হৃদয়ের ইমোজি দিয়ে বিশেষ দিনটি লিখেছেন এভাবে—২/২/২২।
টাইমস অব ইন্ডিয়ার খবর, গত বছর ২৪ বছর বয়সি উদ্যোক্তা কাইলি জেনার বলেছিলেন, বাবা হতে চলেছেন তাঁর প্রেমিক সংগীতশিল্পী ট্র্যাভিস স্কট। এ যুগলের ঘরে রয়েছে চার বছরের কন্যাসন্তান স্টর্মি ওয়েবস্টার।
ফ্যাশন জগতের অন্যতম রানি কাইলি জেনার ও তাঁর বোন কিম কার্দাশিয়ান। কাইলি জেনার অন্তর্জালে খুব জনপ্রিয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর অনুসারীর সংখ্যা ৩০৯ মিলিয়ন।
চস/স


