আজ (২৮ মার্চ) চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো। এবার সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতে নিয়েছে রায়সুকে হামাগুচি পরিচালিত জাপানের ছবি ‘ড্রাইভ মাই কার’।
‘ড্রাইভ মাই কার’ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নিয়েছে জাপানের ‘ড্রাইভ মাই কার’।
তিন ঘণ্টার এই ছবি দেখার সময় এক মুহুর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে পারবেন না দর্শকরা। হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘ড্রাইভ মাই কার’। এর গল্প মঞ্চ অভিনেতা ও নির্দেশক ইউসুকে কাফুকুকে ঘিরে। স্ত্রীর মৃত্যুর দুই বছর পর একটি নাট্যোৎসবে নির্দেশনা দেওয়ার প্রস্তাব পান তিনি। হিরোশিমায় যেতে স্বল্পভাষী মিসাকিকে গাড়ির ড্রাইভারের দায়িত্ব দেয় কাফুকু। তারা পথ চলতে চলতে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে স্ত্রীর রেখে যাওয়া রহস্যের মুখোমুখি হয় কাফুকু।
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের মনোনয়ন তালিকায় আরও ছিল অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), বেটার ডেজ (হংকং), কালেকটিভ (রোমানিয়া), দ্য ম্যান হু সোল্ড হিস স্কিন (তিউনিসিয়া) ও কুও ভাডিস, আইডা? (বসনিয়া)।
৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।
চস/স


