বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তার নতুন ছবি ‘সূর্যবংশী’তে অভিনয় করার সময় স্টান্ট করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন। রোহিত শেঠির পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, সম্প্রতি মুম্বাইয়ে ‘সূর্যবংশী’র এক গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য শট দিচ্ছিলেন অক্ষয় কুমার। যেই দৃশ্যে বেশ কয়েকটা স্টান্ট-অ্যাকশন রয়েছে। সেটা করতে গিয়েই বাঁ হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি।
আঘাত পেয়ে চিকিৎসকের কাছে যান অক্ষয়। সেখান থেকে ব্যান্ডেজ করিয়ে এসে আবার নেমে পড়েন শুটিংয়ে। ব্যান্ডেজ বেঁধে স্টান্ট দৃশ্যের বাকি শুট শেষ করেন খিলাড়ি কুমার। সেট থেকে ক্যাটরিনার সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, ব্যান্ডেজ হাতে অভিনয় করছেন অক্ষয়।
‘সূর্যবংশী’তে সন্ত্রাস দমন শাখার এক মুখ্য অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। এর আগেও পুলিশের চরিত্রে দেখা গিয়েছে তাকে। পরিচালক রোহিত শেঠিও ইতপূর্বে পুলিশ নিয়ে ছবি করেছেন। ‘সিম্বা’, ‘সিংঘম’, ‘সিংঘম রিটার্নস’ এর পর পুলিশ নিয়ে এটি তার চতুর্থ ছবি। আগামী বছরের মার্চে ছবিটি মুক্তি পাবে।
চস/আজহার