spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন

সমকালীন অভিনয়ে ভিন্ন মাত্রা যোগ করেছেন। হাস্যরস কিংবা সিরিয়াস সবখানেই তিনি সাবলীল অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তার অভিনীত ‘মনপুরা’ চলচ্চিত্রটি গেল কয়েক বছরের ইতিহাসে সেরা ব্যবসা সফল ছবির একটি।

এরপর তিনি উপহার দিয়েছেন ‘দেবী’, ‘আয়নাবাজি’র মতো ছবিগুলো। বর্তমানে চলছে তার ‘পাপ-পূণ্য’ সিনেমা।

বলছি চঞ্চল চৌধুরীর কথা। আজ অভিনয়ের এই সুপারস্টারের জন্মদিন। ঘড়িতে রাত ১২টা ১ বাজার পর থেকেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। পরিবার পরিজন নিয়ে ঘরোয়া আয়োজনে কেক কেটে নিজের জীবনের বিশেষ দিনটি উদযাপন করেছেন এ অভিনেতা।

বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে ১৯৭৪ সালের ১ জুন জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী। গ্রামের স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। উচ্চমাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন।

ছোটবেলা থেকেই তার গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চনাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। মামুনুর রশীদের আরন্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্যদিয়েই অভিনয় জীবনের শুরু হয়। মামুনুর রশীদের লেখা ‘সুন্দরী’ নাটকে ছোট একটি চরিত্রে তিনি প্রথম অভিনয় করেন। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারর্দশী।

মোস্তফা সরওয়ার ফারুকীর ‘তাল পাতার সেপাই’ নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন এই মঞ্চ অভিনেতা। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। তিনি ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ ছবিতে এবং মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছবিতে অভিনয় করে প্রশংসিত হন।

চঞ্চল অভিনীত ‘পাপ-পূণ্য’ সিনেমাটি দেশ ও দেশের বাইরে শতাধিক হলে মুক্তি পেয়েছে। এদিকে মুক্তির অপেক্ষায় আছে কার ‘মুজিব’ সিনেমাটি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss