spot_img
BETA Version ...
শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

সর্বশেষ

তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তাহসান খান ও তাসনিয়া ফারিণ। কয়েকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সম্প্রতি জোর গুঞ্জন উঠে, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ফারিণ-তাহসান। এ নিয়ে শোবিজ অঙ্গনে চর্চা চললেও নীরব ছিলেন তারা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারিণ।

বুধবার (১৯ এপ্রিল) রাতে ফারিণ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন—

‘সাংবাদিক ভাইবোনদের আমি শ্রদ্ধা করি। সম্মানের চোখে দেখি। তাদের সবাইকে আমার পেশাদার জীবনের অংশ মনে করি। সাংবাদিকতা আমার চোখে মহতী পেশা। কিন্তু কিছু সাংবাদিক যাচাই না করে মনগড়া কোনো তথ্য ছড়িয়ে দিলে ভীষণ কষ্ট লাগে। এটাই আমার এখনকার অনুভূতি।’

আইনি ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘কষ্ট নিয়ে বলতে হচ্ছে— কোনো সাংবাদিক, নিউজ মিডিয়া এবং অনলাইন মিডিয়া যদি ভিত্তি, প্রমাণ, উৎস বা তথ্য ছাড়া আমাকে জড়িয়ে মিথ্যা, ভ্রান্ত, উদ্দেশ্যপ্রণোদিত কিংবা অবমাননাকর সংবাদ প্রকাশ করে, যার কারণে আমার ইমেজের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’

বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে যেকোনো পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে ফারিণ বলেন, ‘আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।’

ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া গল্প ছড়ালে তা সহ্য করবেন না বলে জানান ফারিণ। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ব্যক্তিজীবন নিয়ে মনগড়া গল্প ছড়ানোর অধিকার আমি কাউকে দেইনি। কেউ সেটা করলে আমি সহ্য করব না। সম্পূর্ণ কাল্পনিক একটা বানোয়াট গল্পের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করি না আমি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার ব্যক্তিজীবন নিয়ে জানানোর মতো কোনো খবর এই মুহূর্তে নেই।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss