spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেলারেই বাজিমাত ঊনপঞ্চাশ বাতাসের

আগামী ১৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটি।

ছবিটির ফার্স্ট লুক অফিশিয়াল পোস্টার, টিজার প্রকাশের পর এবার প্রকাশিত হলো ট্রেলার।ছোট পর্দার অভিনেত্রী শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ অভিনীত এ সিনেমার নির্মাতা ছোট পর্দার প্রখ্যাত পরিচালক মাসুদ হাসান উজ্জল।

শনিবার সন্ধ্যায় সিনেমাটির তিন মিনিটের ট্রেলার প্রকাশ করা হয়। ট্রেলারের সংলাপ, সিনেমাটোগ্রাফি, সংগীত সিনেমাটির প্রতি অন্যরকম আগ্রহ তৈরি করেছে। সব মিলিয়ে আলোচনায় ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার ট্রেলার।

ভালোলাগা থেকেই অনেকে শেয়ার করছেন ট্রেলারটি। পাশাপাশি প্রশংসা করছেন সিনেমাপ্রেমীরা। ট্রেলারে দেখা যাচ্ছে শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণসহ আরও কয়েজনকে। তাদের অভিনয়ও মুগ্ধতা ছড়িয়ে চলেছে।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

https://youtu.be/Fg8YXdSp0zc

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss