বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ চলে গেলেন না ফেরার দেশে। রবিবার গভীর রাতে বনশ্রীতে নিজ বাসায় এই সুরকারের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
তিনি জানান, সেলিম আশরাফের মরদেহ সোমবার বেলা ১১টায় বিটিভি প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ সহ একাধিক জনপ্রিয় গানের সুরকার আশরাফ।
সেলিম আশরাফ বেশ কয়েক বছর ধরে শ্বাসকষ্ট ও কিডনির জটিলতায় ভুগছিলেন। গতবছরও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
চস/সোহাগ