এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সারা আলী খান। পরিচালক আনন্দ এল রাইয়ের ‘আত রঙ্গি রে’ ছবির জন্যই সারার এই প্রয়াস। ছবিতে সারার বিপরীতে দেখা যাবে অক্ষয়কুমার ও ধনুশকে।
শোনা যাচ্ছে, উত্তর ও দক্ষিণ ভারতের দুটো আলাদা সময়কে পর্দায় তুলে ধরতে চাইছেন পরিচালক। দুটো আলাদা গল্পে অক্ষয় ও ধনুশের সঙ্গে প্রেম করবেন সারা। যদিও এই ছবিতে অক্ষয়ের চরিত্রকে শুরু থেকেই গোপনে রাখা হচ্ছে। ইন্ডাস্ট্রির গুঞ্জন ছবিতে অক্ষয়কে ক্যামিও চরিত্রেই দেখা যেতে পারে। তবে সমস্ত অনুমান সত্যি না হলেও এটা নিশ্চিত যে, সারাকে দর্শক এই প্রথম দ্বৈত চরিত্রে দেখবেন।

আগামী মাস থেকেই বিহারে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। তারপরের শ্যুটিং মাদুরাইতে। ‘লাভ আজকাল’ এ সারার অভিনয় দর্শকদের পছন্দ হয়নি। সারার হাতে রয়েছে ‘কুলি নম্বর ১’। এবারে দেখা যাক দ্বৈত চরিত্রে তিনি দর্শকদের মন জয় করতে পারেন কি না?
চস/সোহাগ