সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আইডিতে লাল শাড়ি, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ পরিহিত তিনটি ছবি শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।
জানা গেছে, সিঁদুর পরা ছবিগুলো নুসরাতের আগামী ছবি ‘ডিকশনারি’র লুক। আর এই লুক শেয়ার করার পরপরই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েন নায়িকা।
কেউ প্রশ্ন করেছেন, ‘আপনি কি মুসলিম নন?’, কেউ আবার লিখেছেন, ‘আপনি না মুসলিম।’
কেউ বলেছেন, ‘অভিনেত্রী হিসেবে তার যে কোনো চরিত্রেই অভিনয়ের অধিকার রয়েছে।’
আরো পড়ুন: নায়িকার অন্তরঙ্গ ছবি ফাঁস
নিখিল জৈনকে বিয়ের পরও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের এমপি অভিনেত্রীকে।
প্রসঙ্গত, ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে নুসরাতের বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে মোশারফ করিম, পৌলমী বসু, অর্ণ মুখোপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে।
চস/সোহাগ