spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রণদীপ হুদা শুটিংয়ে আহত

বলিউড তারকা রণদীপ হুদা তার আসন্ন ছবি ‘রাধে’র শুটিং করতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছেন। তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, রণদীপ তার বর্তমান অবস্থা ভক্তদের জানাতে নিজের ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেন।

তিনি লিখেছেন, ‘একটি ভাল রান করার পরে একটি সেলফি.আমার বিচ্ছিন্ন হাঁটুকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে যা # শ্রদ্ধে # শনিবারে সেলফি #অ্যাকশন #মমোভি #ফিটনেসমোটিভেশন #ফিটনেস # হেলথ # হেলথ স্টাইলস্টাইলের সেটগুলিতে ফেটে গেছে।’

তার এই অবস্থা দেখে তার ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেন।

আরো পড়ুন: সিঁদুরে রাঙানো ছবি দেয়ায় তোপের মুখে নুসরাত!

একজন ভক্ত লিখেছিলেন, ‘সবকিছু সেরে যাবে, কিছু সময় দেবে।’ অন্য একজন ভক্ত লিখেছেন, ‘এ জাতীয় ব্যথার পরে এটি সর্বদা দুর্দান্ত অর্জন বলে মনে হয়। এটি আমাদের শরীরকে কতটুকু সম্মান জানায় এবং এখন আমরা কতটা প্রশংসা করি তা দেখায়।’

প্রভু দেবা পরিচালিত রণদীপ হুদা ছাড়াও রাধে’তে আরও দেখা যাবে সালমান খান, দিশা পাটানিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ মে মুক্তি পাবে ছবিটি।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss