করোনাভাইরাস প্রতিরোধে দু’দিন আগে চার কোটি রুপি অনুদান দিয়েছেন প্রভাস। যা ছিলো এখন পর্যন্ত তারকাদের দেওয়া অনুদানের মধ্যে সবচেয়ে বেশি।
চমকপ্রদ তথ্য হলো- এবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনা তহবিলে ২৫ কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করে অক্ষয় কুমার লিখেছেন, “এটি সেই সময় যেখানে প্রতিটি বিষয় আমাদের সকলের জীবন। আর এর জন্য আমাদের যে কোন কিছু এবং যা প্রয়োজন তাই করতে হবে। আমি আমার সেভিংস থেকে নরেন্দ্র মোদীর পিএম-কেয়ারস তহবিলে ২৫ কোটি রুপি অনুদান দেব। কেননা ‘জীবন থাকলেই জাহান থাকবে।”
আরো পড়ুন: মাস্কমুখে হাসপাকালে রাধিকা!
এবারই প্রথম নয়, বলিউডের এই অভিনেতা যখনই কোন বিপদ দেখেন তখনই বাড়িয়ে দেন তার সাহায্যের হাতটি।