spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভাইরাল আনুশকা-কোহলির ডিভোর্স

বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা এবং ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি। দুইজন দু’প্রান্তের তারকা হলেও বেশ জমিয়ে সংসার করছিলেন তারা। কিন্তু হঠাৎ করেই সামনে এলো তাদের ডিভোর্সের খবর। বিরাট কোহলি আর আনুশকা শর্মার মধ্যে রাতারাতি এমন কী ঘটল যে নেটদুনিয়া জুড়ে বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিয়ে উঠল?

বর্তমান পরস্থিতির মধ্যে আনুশকা এবং বিরাটের দিন যে বেশ ভাল করেই কাটছে এটা সবারই জানা। গৃহবন্দি অবস্থায় যে তাদের কেমিস্ট্রি আরো জমে উঠেছে তা তাদের বিভিন্ন ছবি আর ভিডিও থেকেই স্পষ্ট। ভিডিও কলিংয়েও দারুণ অ্যাকটিভ ভারতীয় অধিনায়ক।

এককথায় তাদের দাম্পত্য জীবন যে আপাতত কলহ-বর্জিত তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এরই মধ্যে হঠাৎ বিরুশকার ডিভোর্স হ্যাশট্যাগটি ট্রেন্ডিং হয়ে যাওয়ায় বেশ অবাকই হয়েছেন নেটিজেনদের একাংশ। মিস্টার অ্যান্ড মিসেস কোহলিকে নিয়ে একটি পুরনো আর্টিক্যাল হঠাৎই ভাইরাল হয়ে গিয়েছিল। তারপরই নাকি ট্রেন্ডিংয়ে উঠে আসে #VirushkaDivorce!

এদিকে, সম্প্রতি ‘পাতাল লোক’ দেখার পর উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার মন্তব্য করেছিলেন,আনুশকাকে ডিভোর্স দিক বিরাট কোহলি।

তবে এমন গুজবে কান দিতে নারাজ নেটিজেনরাও। কারণ তারা ভালই বোঝেন যে রাতারাতি এমন ঘটনা ঘটতেই পারে না। ফেভারিট জুটি’র প্রতি তাদের আস্থা অনেকখানি। তাই অনেকেই এই ভুয়া খবরের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss