spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দর্শকদের সাথেও তামাশা করলেন নোবেল!

‘সারেগামাপা’ থেকে পরিচিতি পাওয়া বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গান ‘তামাশা’। কিন্তু গানটি দেখেই যেন বাড়ছে দর্শকের হতাশা। এক দর্শক বলেন, তাদের সাথেও শেষ পর্যন্ত তামাশা করেছেন নোবেল।

সম্প্রতি নোবেলের গাওয়া গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এখন পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ২৫ হাজার ও ডিসলাইক পড়েছে দু্ই লাখ পাঁচ হাজারেরও বেশি।

এছাড়া প্রকাশের ৯ ঘণ্টার মধ্যেই গানটি ৪ লাখের বেশি বার ভিউ হয়েছে। ‘তামাশা’ গানটি নোবেলের তৃতীয় মৌলিক গান। তবে বাংলাদেশে এটি প্রথম। আগের দুটি গান কলকাতায় প্রকাশ হয়েছে।

‘তামাশা’ গানের প্রচারণার জন্য বাংলাদেশ-ভারতব্যাপী বিতর্ক তৈরি করেছিলেন নোবেল। অপমান করেছিলেন দেশের লিজেন্ড শিল্পীদের। এমন কী ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন। সেই কারণে ভারতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

এদিকে দেশেও র‌্যাবের ডাকে সাড়া দিয়ে ক্ষমা চাইতে হয়েছে নোবেলকে।

প্রসঙ্গত, নোবেলের গাওয়া ‘তামাশা’ গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss