spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

উপস্থাপক ফেরদৌস বাপ্পী করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ‌র্তি হ‌য়ে‌ছেন বাংলাদেশ টেলিভিশনের ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানের জন‌প্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পী।

ক‌রোনা শনাক্ত হওয়ার পর শনিবার রাত ৩টায় পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে তা‌কে ভর্তি করা হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের (পিপিবি) সাধারণ সম্পাদক আনজাম মাসুদ। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার জন্য প্লাজমা চেয়ে ফেসবুক পোস্টে সহযোগিতা চাওয়া হয়।

আনজাম মাসুদ বলেন, বর্তমা‌নে ফের‌দৌস বাপ্পীর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা বলেছেন, তার প্লাজমা লাগতে পারে। চারজন প্লাজমা ডোনার পাওয়া গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন প্রয়োজন তাকে প্লাজমা দেওয়া হ‌বে।

উপস্থাপনার জগ‌তে এক আলো‌চিত নাম ফের‌দৌস বাপ্পী। টিভি উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বেও পালন ক‌রছেন তি‌নি। তার সহকর্মী‌দের প্রত‌্যাশা শিগ‌গিরই সুস্থ হ‌য়ে সবার মা‌ঝে ফি‌রে আস‌বেন তি‌নি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss