spot_img

২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হলিউডের চলচ্চিত্র পরিচালক জোয়েল সুমাচার আর নেই

‘ব্যাটম্যান’ নির্মাতা জোয়েল সুমাচার আর নেই। প্রায় এক বছর ক্যান্সারের সঙ্গে লড়ে শেষ পর্যন্ত সোমবার (২২ জুন) নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে এই পরিচালকের বয়স হয়েছিল ৮০ বছর।

আরো পড়ুন: সংগ্রাম করেই আজকের অবস্থানে অভিষেক, বাবার জোরে নয়

কর্মজীবনের শুরুতে কস্টিউম ডিজাইনার ছিলেন জোয়েল সুমাচার। নব্বইয়ের দশকে ‘সেন্ট এলমোজ ফায়ার’ সিনেমার সাফল্যের পর সবার নজরে আসেন জোল শুমাখার। এরপর তিনি ‘ব্যাটম্যান ফরেভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘টাইগারল্যান্ড’, ‘ফোন বুথ’, দ্য ফ্যান্টম অব দ্য অপেরা’, ‘ফলিং ডাউন’র মতো জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss