spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্বামীকে পুলিশে দিলেন পুনম পান্ডে

একমাস না যেতেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী পুনম পান্ডে। তার দায়ের করা অভিযোগের উপর ভিত্তি করে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোয়া থেকে গ্রেপ্তারও করা হয় তার স্বামীকে।

পুলিশের ভাষ্যমতে, স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, উক্ত ঘটনাটি ঘটে দক্ষিণ গোয়ার কানাকোনা গ্রামে। যেখানে বেশ কিছুদিন ধরে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন পুনাম। পুলিশ জানিয়েছে, ২১ সেপ্টেম্বর রাতে পান্ডে অভিযোগ করেন যে তার স্বামী তাকে শ্লীলতাহানি এবং লাঞ্ছিত করার হুমকি দিচ্ছেন। এরপর পুনমকে স্থানীয় একটি হাসপাতলে চেকআপের জন্য ভর্তি করা হয় এবং তার স্বামীকে গ্রেপ্তার তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর স্বামী স্যামের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করেন পুনম। এর কিছুদিন পর স্যামের সঙ্গে হানিমুনে যাওয়া নিয়েও একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী।

তবে সম্প্রতি বিবাদে জড়ানোর পর তাদের দু’জনের ইনস্টাগ্রাম আইডি থেকেই সকল কিছু সরিয়ে নেওয়া হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss