spot_img

২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্বের একশ প্রভাবশালীর একজন আয়ুষ্মান খুরানা

মার্কিন সাময়িকী টাইমে এ বছরের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এ তালিকায় ভারত থেকে আরো স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুগলের সিইও সুন্দর পিচাই, অধ্যাপক রবীন্দ্র গুপ্ত ও শাহিনবাগের বিলকিস দাদির।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের খবর, আয়ুষ্মান তাঁর বিবৃতিতে জানিয়েছেন, টাইমের এ স্বীকৃতিতে তিনি সত্যিই অভিভূত। একজন অভিনেতা হিসেবে তিনি সব সময় সিনেমার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে চেয়েছেন। তাঁর বিশ্বাস, সমাজে পরিবর্তন আনার সেই ক্ষমতা সিনেমার আছে।

আয়ুষ্মান খুরানা ২০১২ সালে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। একই বছর রোমান্টিক কমেডি ধাঁচের ‘ভিকি ডোনার’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন।

টাইম ম্যাগাজিনের এই তালিকায় আরো রয়েছে মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ, অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এর পরিচালক বং জুন হো, ব্রিটিশ অভিনেত্রী মিশেল কোয়েলসহ অনেকের নাম।

২০১৮ সালে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এই তালিকায় স্থান পেয়েছিলেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss